• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সিনেমা নিয়ে খুব একটা তাড়াহুড়া নেই: ইরফান সাজ্জাত

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

এই আমলের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাত। যিনি দেশীয় শোবিজে অত্যন্ত দাপটের সাথেই অভিনয় করে চলছেন। এরই মধ্যে বিজ্ঞাপন, নাটক, সিনেমায় দেখা গেছে তাকে। নিজের অনবদ্য অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন অগুনতি দর্শকদের। বর্তমানে একক নাকটকেই বেশি কাজ করছেন এই অভিনেতা।

তিনি সম্প্রতি ‘জাপটে থাকুক প্রেম’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। রাজধানীর বিভিন্ন পথে-ঘাটে, রেস্তোরাঁসহ নানা স্থানে শুটিং হয়েছে এ নাটকের। এটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী সাফা কবির। এতে সাফার নাম রাকা আর ইরফানের নাম জুবায়ের।

 

1.সিনেমা নিয়ে খুব একটা তাড়াহুড়া নেই: ইরফান সাজ্জাত

নাটকটির সম্পর্কে ইরফান সজ্জাত ডেইলি বাংলাদেশকে বলেন, এই নাটকের গল্প ইন্টারেস্টিং। সাইকোলজি ইস্যু নিয়ে এর গল্পটা। মানুষের সঙ্গে মানুষের পরিচয়, ভালোলাগা, প্রেম কিংবা ভালোবাসার সম্পর্কগুলো মাঝে মাঝে খুব অদ্ভুতরকম হয়। অনেকটা ভাবনার উপর দিয়ে চলে যায়। নাটকটিতে জুবায়ের ও রাকার গল্পের ব্যাপারটা এমনই। কিছু দুষ্টামি, খুনশুটি রয়েছে নাটকটির মাঝে। দর্শকদের আশা করছি ভালো লাগবে।

এ অভিনেতা সোমবার ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের বেশ কিছু লোকেশনে 'বাস জার্নির গল্প' নাটকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বলে জানান। তিনি বলেন, এতে আমার বিপরীতে রয়েছেন মৌসুমী হামিদ। এটি রচনার পাশাপাশি নির্মাণ করছেন নিয়াজ চন্দ্র দীপ।

 

2.সিনেমা নিয়ে খুব একটা তাড়াহুড়া নেই: ইরফান সাজ্জাত

নাটকটির গল্প সম্পর্কে ইরফান বলেন, নাটকে দেখা যাবে একটি বাসে করে বেশ কয়েকজন যাত্রী একটা জায়গায় যাচ্ছিল। সেখানে দেখা যায় একটা ছেলে একের পর এক কাগজ দিয়ে প্লেন বানিয়ে উড়াচ্ছে। মূল এই ছেলেটা প্লেনগুলো উড়ানোর মাধ্যমে তার মনে জমে থাকা দুঃখগুলো উড়ায়। এ বিষয়টি মৌসুমী হামিদ খেয়াল করবেন। তারপর তাদের মধ্যে পরিচয় হবে। তাদের সুখ-দুঃখের গল্প চলত থাকবে। জীবনে নানান ধরনের গল্প থাকে, এখানে তেমনি একটি গল্প নিয়ে এগিয়ে যাবে নাটকটির দৃশ্যায়ন।

আসছে ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এ দিনে টানা ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বাঙালি জাতি বিজয় লাভ করে। সামনে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের গল্পে বেশ কয়েকটি নাটকে অভিনয় করার কথা রয়েছে হালের এ অভিনেতার।

 

3.সিনেমা নিয়ে খুব একটা তাড়াহুড়া নেই: ইরফান সাজ্জাত

বর্তমান নাটক সম্পর্কে তিনি বলেন, বর্তমানে নাটকের মান বেশ ভালো। খারাপ কাজ যে এর মাঝে হয় না, এমন না। তবে পজেটিভ দিক হচ্ছে বিশ্বব্যাপী এখন দর্শক বাড়ছে। বিশেষ করে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি দর্শকরা। আর এখন প্রতিযোগিতাটা বেড়ে গেছে সোস্যাল মিডিয়ার কারণে। তাই সবার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা থাকে। হয়তো অনেক সময় বাজেটের সংকটে পুরোপুরি দেয়াটা সম্ভব হয়না। তবে সব মিলিয়ে ভালোর দিকেই আছে।

বর্তমানে একক নাটকের বাজেট ও দুদিন শুটিং এর বিষয়টি নিয়ে ইরফান সাজ্জাত বলেন, বর্তমানে একটি খন্ড নাটকের জন্য যে বাজেট বা সময় দেয়া হয়, কোনটাই পর্যাপ্ত নয়। আর দুদিনের জন্য যেটা হয় খুবই তাড়াহুড়া করে শুটিং করতে হয়। চরিত্রটি নিয়ে তেমন প্রস্তুতির সুযোগ থাকে না। যে কারণে অনেক সময় একশ শতাংশ ডেলিভারি দিতে পারি না। তবে এর মাঝেও আমাদের চেষ্টা থাকে যতটা গল্পটাকে ফুটিয়ে তোলা যায়। আর এই বিষয়টা আমাদের হাতে নেই। যারা এই বিষটি দেখেন তারা এটা নিয়ে ভাবতে পারেন। কিভাবে নাটকের সময় ও বাজেট বাড়ানো যায়।

সোস্যাল মিডিয়ার কারণে বর্তমানে প্রতিটি ক্ষেতেই প্রতিযোগিতা বেড়ে গেছে। নাটক, সিনেমা বা গানের ক্ষেতে ইউটিউবের বোদৌলতে প্রতিযোগিতা করতে হচ্ছে বিশ্বের বড় বড় ইন্ড্রাস্ট্রির সঙ্গে। বিষয়টি নিয়ে তিনি বলেন, এটা ভালো দিক। কারণ সহজে হলিউড, বলিউডে কাজগুলো দর্শক দেখতে পারছেন, তাহলে আমাদের কাজ কেন দর্শক দেখবে? এজন্য আমাদের কাজগুলো ভালো করতে, দর্শকদের কাছে গ্রহনযোগ্যতা বাড়াতে হবে।

 

4.সিনেমা নিয়ে খুব একটা তাড়াহুড়া নেই: ইরফান সাজ্জাত

তিনি বলেন, আবার হলিউড-বলিউডের সঙ্গে তুলনা করেও লাভ নাই। আমারা ছোট একটা দেশ, আমাদের ইন্ড্রাস্ট্রিও অনেক ছোট। আর তাদের এক অংশ সুযোগ বা বাজেট আমাদের এখানে নেই। সেটা নাটক, বিজ্ঞাপন, সিনেমা, সব ক্ষেতেই। হলিউড বা বলিউডের মতো বাজেট বা টেকনিক্যাল সাপোর্ট পেলে আমরাও ভালো করতে পারবো, এই বিশ্বাস আমার আছে।

২০১৩ সালে ফেয়ার হ্যান্ডসাম দি আলটিমেটম্যান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় ক্যারিয়ার শুরু করা এ অভিনেতা এখন অবধি তিনটি চলচ্চিত্রে কাজ করেছেন। তার প্রথম চলচ্চিত্র মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’। এরপর অভিনয় করেছন তানিয়া আহমেদের 'গুডমর্ণিং লন্ডন' ও আলভী আহমেদের 'ইউটার্ন'-এ।

নতুন সিনেমায় কাজের ব্যাপারে ইরফান সাজ্জাত বলেন, বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। প্রস্তাব প্রায় সব সময়ই আসে। শুধু প্রস্তাব আসলেই হবে না। গল্প-চরিত্র পছন্দ হতে হবে। তাহলেই সে কাজটি করা যায়। আর সিনেমা নিয়ে খুব একটা তাড়াহুড়াও নেই। সিনেমায় কাজের জন্য এমন একটা গল্প চাই, যেটা মানুষকে সরাসরি কানেক্ট করবে। গল্পটা যতটা না ফিল্মিক হবে তার চেয়ে যেন বেশি জীবনধর্মী হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –