• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খানপাড়া হরিসভা বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মমতা বেগম (৪০) নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতা ওই এলাকার ধবলসুতি গ্রামের মৃত বদির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রবণ ও মানসিক প্রতিবন্ধী মমতা বেগম রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে মমতা বেগম নামে একজনের মৃত্যু  হয়েছে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –