• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

প্রত্যেকের উচিত প্রধানমন্ত্রীকে সহায়তা করা: গণপূর্তমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪  

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন তার লিডারশিপের মাধ্যমে একটি পরাধীন দেশকে স্বাধীন করে দিয়েছেন, ঠিক তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যিনি এ দেশটাকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের প্রত্যেকের উচিত তাকে সহায়তা করা।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ম্যাক্স ইন্ডাস্ট্রির এএসি ব্লক অ্যান্ড প্যানেলস কারখানা উদ্বোধন অনুষ্ঠানের এ কথা বলেন তিনি।  

মন্ত্রী আরো বলেন, যেভাবে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবাই যদি নিজ নিজ স্থান থেকে তাকে সহায়তা করি, তাহলে আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আজকের এ ম্যাক্স ইন্ডাস্ট্রির এএসি ব্লক তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, আমাদের দেশ একটি স্মার্ট দেশ হবে- এতে আপনারা আস্থা রাখতে পারেন। ১৯৭১ সালে এ দেশে দারিদ্র্যের হার ছিল ৫০ শতাংশ আর শেখ হাসিনা ক্ষমতায় আসার আগেও ছিল ৩৫ শতাংশ, কিন্তু এখন অতি দারিদ্র্যের হার আরো অনেক কমে গেছে।

এ সময় উপস্থিত ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান (অব.), হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক আশরাফুল আলম, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, ম্যাক্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর প্রমুখ। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –