• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ঈদের আগেই জিম্মি নাবিকদের মুক্ত করা নিয়ে যা জানা গেল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  

মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। নাবিকদের মুক্ত করতে বিভিন্ন মাধ্যমে জলদস্যুদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাহাজটির মালিকপক্ষ এসআর শিপিং।

কয়েকদিন পরই ঈদ। এর আগেই জিম্মি নাবিকরা মুক্তি পাবেন বলে আশা করছে তাদের পরিবার। তবে হতাশ করেছে জাহাজটির মালিকপক্ষ।

জলদস্যুদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে দাবি করে এমভি আব্দুল্লাহর মালিকপক্ষ এসআর শিপিং জানিয়েছে, জিম্মি নাবিকদের ঈদের আগে ফিরিয়ে আনার সম্ভাবনা কম।

এসআর শিপিংয়ের সিইও মেহেরুল করিম বলেন, ২০১১ সালে জিম্মি হওয়া জাহাজ এমভি জাহান মণি যত দিনে উদ্ধার হয়েছে, তারচেয়ে কম সময়ে এবারের সংকটের অবসান হবে বলে আমরা আশাবাদী।

জাহাজ ও নাবিকদের উদ্ধারে নির্দিষ্ট সময়সীমার কথা বলেননি তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –