• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

চাঁদা তুলে খেলতে আসা দলই গড়ল ইতিহাস

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪  

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে নেমেছিল ভানুয়াতু। আর তাতেই ইতিহাসের পাতায় জায়গা করে নিলে ওশেনিয়ার ছোট্ট দ্বীপদেশটি।

বৃহস্পতিবার জিম্বাবুয়ের মেয়েদের ৩ উইকেটে হারিয়ে ইতিহাস লিখেছে ভানুয়াতু নারী ক্রিকেট দল। এর আগে আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে খেলার সুযোগ হয়নি তাদের। প্রথমবার এমন এক ম্যাচ খেলতে নেমে সবাইকে চমকে দিল মাত্র সাড়ে তিন লাখ মানুষের দেশটি।

আবুধাবিতে জিম্বাবুয়ের ব্যাটারদের রীতিমতো পরীক্ষা নেন দলটির দুই স্পিনার ভ্যানেসা ভিরা ও নাসিমানা নাভাইকা। চার ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন ২৮ বছর বয়সী লেগ স্পিনার নাভাইকা। ১৭ বছর বয়সী অফ স্পিনার ভিরার শিকার ১৪ রানে ৩ উইকেট।

এ দুজনের বোলিং তোপেই মাত্র ৬১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। যা তাদের সর্বনিম্ন দলীয় স্কোর। জবাব দিতে নেমে ২১ বল বাকি থাকতে লক্ষ্য পূরণ করে ভানুয়াতু।

এদিন বোলিংয়ে চার উইকেটের পর নাভাইকা ব্যাট হাতে তিন নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন। দলটির এমন পারফরম্যান্সের পর কে-ই বা বলবে পূর্ব-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাইরের কোনো দেশের সঙ্গে এটিই ছিল ভানুয়াতুর প্রথম ম্যাচ।

অথচ জেনে অবাক হবেন, দলটির সদস্যদের ব্যাট, গ্লাভসের মতো কিট সাধারণত আসে চাঁদা বা অনুদান থেকে। সেগুলোও সাধারণত পুরনো, ব্যবহৃত সরঞ্জামই হয়। এমনি চলমান বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে আসার মতো যথেষ্ট অর্থও তাদের ছিল না।

বিশ্বকাপ বাছাইয়ে খেলতে যাওয়া নারীদলের জন্য জনগণের কাছ থেকে চাঁদা চাওয়ার মতো উদ্ভাবনী উপায়ের আশ্রয় নিতে হয় ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। তাতে অবশ্য ভালো সাড়াও মেলে।

জানা গেছে, চাঁদা ওঠে প্রায় সাত লাখ ৫০ হাজার ভাতু (প্রায় সাত লাখ টাকা)। তাতে দলের প্রতিটি সদস্য পান নতুন কিট, ব্যাট, দুই জোড়া গ্লাভস, প্যাড ও থাই প্যাড। এর সঙ্গে সফরে পুরো বেতনও পাবেন তারা। চাঁদা তুলে খেলতে আসা দলটিই প্রথমবার বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে নেমে নিজেদের প্রথম ম্যাচেই ইতিহাস লিখে ফেলল!

উল্লেখ্য, আইসিসি থেকে বছরে ভানুয়াতু যে পাঁচ লাখ মার্কিন ডলারের মতো পায়, তা দিয়ে চলে তাদের ক্রিকেট বোর্ডের গোটা বছরের সব কার্যক্রম।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –