• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

বাসভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন শাজাহান খান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেছেন, সারাবছর বাস মালিকরা যাত্রীদের ডিসকাউন্ট দেন। এ কারণেই ঈদের সময় বাস ভাড়া বাড়ানো হয়।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত ঈদুল ফিতরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, ঈদের সময় বাসভাড়া দ্বিগুণ হওয়া বিতর্কিত বিষয়। ঢাকা থেকে যাচ্ছে, সেই গাড়িটা কিন্তু ফাঁকা আসতেছে। সেখানে অনেক সময় তারা ভাড়া কিছুটা বাড়ায়, তাও খুব বেশি না। মানুষ যদি গাড়ি না পায় তাহলে হয় ইজি বাইক, অথবা মাইক্রোবাস, অথবা নানাভাবে কিন্তু যাবেই।

বাড়তি ভাড়াকে বৈধতা দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বাড়তি ভাড়া কোনটা? বাড়তি ভাড়া বলতে সবসময়ে যেটা নেয় তারচেয়ে বেশি নেয়াকে বোঝায়। সেখানে তো ডিসকাউন্ট আছে। বিভিন্ন সময় ৫০০ টাকা ভাড়া হলে হয়তো ১০০ টাকা ডিসকাউন্ট সারা বছর চলে। ঈদের সময় ঐ ১০০ টাকা বাড়তি নেয়া হয়। মানুষ সেটাকে মনে করে বাড়তি ভাড়া।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –