• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শাবনূরের ‘জনপ্রিয়’ হয়ে উঠার গল্প, প্রাপ্তি ও সিনেমাসমূহ

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

কাজী শারমিন নাহিদ নূপুর। ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন তিনি। পরে চলচ্চিত্রে এসে স্বনামধন্য নির্মাতা এহতেশাম তার নাম রাখেন শাবনূর। এই নামের অর্থ রাতের আলো। তার পিতার নাম শাহজাহান চৌধুরী। তিন ভাই বোনের মধ্যে শাবনূর সবচেয়ে বড়।

মূলত বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন তার। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা পান শাবনূর।

একে একে এ জুটি (সালমান-শাবনূর) সুপারহিট ছবি দিতে থাকেন। পরে সালমানের অকাল মৃত্যুতে সাময়িকভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তার চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারন অভিনয় ক্ষমতা তাকে দর্শকদের হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে। পরে নায়ক রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে জনপ্রিয় জুটি গড়ে অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি উপহার দেন তিনি।

ক্যারিয়ারের শেষের দিকে সুশ্রী চেহারার এই সুন্দরী নায়িকা মুটিয়ে গেলে সিনেমায় বেশ সমালোচিত হন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে পরিবার নিয়ে বসবাস করছেন। তবে শোনা যাচ্ছে এখন, তিনি চলচ্চিত্রে ফিরে আসার পরিকল্পনা করেই নিজেকে প্রস্তুত করছেন।

শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে তার ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে রেকর্ড পরিমান ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন শাবনূর।

এক নজরে দেখা যাক তার অভিনীত ছবিসমূহ:

সালমান শাহ-শাবনূর

তুমি আমার (১৯৯৪)

সুজন সখী (১৯৯৪)

বিক্ষোভ (১৯৯৪)

স্বপ্নের ঠিকানা (১৯৯৫)

মহা মিলন (১৯৯৫)

বিচার হবে (১৯৯৬)

তোমাকে চাই (১৯৯৬)

স্বপ্নের পৃথিবী (১৯৯৬)

জীবন সংসার (১৯৯৬)

চাওয়া থেকে পাওয়া (১৯৯৬)

প্রেম পিয়াসী (১৯৯৭)

স্বপ্নের নায়ক (১৯৯৭)

আনন্দ অশ্রু (১৯৯৭)

বুকের ভিতর আগুন (১৯৯৭)

রিয়াজ-শাবনূর

মন মানে না (১৯৯৭)

তুমি শুধু তুমি (১৯৯৭)

পৃথিবী তোমার আমার (১৯৯৮)

স্বপ্নের পুরুষ (১৯৯৯)

বিয়ের ফুল (১৯৯৯)

ভালোবাসি তোমাকে (১৯৯৮)

কাজের মেয়ে (১৯৯৯)

আমি তোমারি (১৯৯৯)

বুক ভার ভালবাসা (১৯৯৯)

ভয়ঙ্কর বিষু (১৯৯৯)

এ বাঁধন যাবেনা ছিড়ে (২০০০)

নারীর মন (২০০০)

এই মন চায় যে (২০০০)

ও প্রিয়া তুমি কোথায় (২০০২)

এরিই নাম দোস্তী (২০০০)

প্রেমের তাজমহল (২০০১)

সুন্ধরী বধূ (২০০২)

আশা আমার আশা (২০০০)

কারিশমা (২০০০)

স্বপ্নের বাসর (২০০১)

শশুরবাড়ী জিন্দাবাদ (২০০১)

মিলন হবে কত দিনে (২০০২)

বস্তির মেয়ে (২০০১)

গুন্ডার প্রেম/ কালা মানিক( ২০০১)

মাটির ফুল (২০০২)

স্বপ্নের ভালবাসা (২০০৩)

ভালবাসা কারে কয় (২০০২)

তোমার জন্য পাগল (২০০৪)

নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি (২০০০)

মোল্লা বাড়ীর বউ (২০০৫)

ভালবাসা ভালবাসা (২০০৬)

মেয়ে সাক্ষী (২০০৬)

নসিমন/বৌমার বনবাস (২০০৩)

হৃদয়ের বন্ধন (২০০২)

মন বসেনা পড়ার টেবিলে (২০০৯)

তুমি আমার স্বামী (২০০৯)

চাঁদের মতো বউ(২০০৯)

ভালবেসে বউ আনবো (২০০৯)

এবাদত (২০০৯)

বধূ তুমি কার (২০০৯)

মন ছুঁয়েছে মন (২০০৯)

শিরি ফরহাদ (২০১৩)

মন (২০০১)

শাকিব-শাবনূর

গোলাম (২০০০)

ফুল নেবোনা অশ্রু নেবো (২০০০)

নাচনেওয়ালী(২০০১)

প্রাণের মানুষ (২০০৩)

নয়ন ভরা জল (২০০৩)

প্রেম সংঘাত (২০০৩)

হ্রদয় শুধু তোমার জন্য (২০০৪)

ভালবাসার দুশমন(২০০৮)

সবার উপরে প্রেম (২০০২)

আমার স্বপ্ন তুমি(২০০৫)

মায়ের মর্যাদা(২০০৬)

ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া(২০০৬)

জন্ম(২০০৬)

কপাল(২০০৭)

রঙীন রসের বাঈদানী(২০০৭)

কঠিন প্রেম (২০০৭)

আমার প্রাণের স্বামী(২০০৭)

এক টাকার বউ(২০০৮)

টিপ টিপ বৃষ্টি(২০০৮)

তোমাকে বউ বানাবো(২০০৮)

রঙীন সমাধি(২০০৮)

বলবো কথা বাসর ঘরে(২০০৯)

স্বামী স্ত্রীর ওয়াদা(২০০৯)

ফেরদৌস-শাবনূর

বউ শাশুরীর যুদ্ধ(২০০৩)

দিলতো পাগল(২০০১)

খেয়া ঘাটের মাঝি (২০০৩)

প্রেমের জ্বালা(২০০১)

যত প্রেম তত জ্বালা(২০০৪)

তুমি বড় ভাগ্যবতী(২০০৩)

কাল সকালে(২০০৫)

দোস্ত আমার(২০০৪)

ব্যাচেলর (২০০৪)

ভালোবাসার যুদ্ধ(২০০৫)

ফুলের মত বউ(২০০৪)

দুই নয়নের আলো(২০০৫)

ঘর জামাই (২০০৫)

জমেলা সুন্দরি (২০০৭)

বউ বন্ধক(২০০৬)

দুঃখিনী জোহরা (২০০৬)

জীবন সিমান্তে (২০০৬)

বিয়ানসাব(২০০৮)

ছোট বোন (২০০৮)

এ চোখে শুধু তুমি (২০০৮)

ঘরের লক্ষ্মী (২০০৮)

স্বামী নিয়ে যুদ্ধ(২০০৮)

গোলাপী এখন বিলাতে(২০১০)

জিদ্দি বউ(২০১২)

কিছু আশা কিছু ভালবাসা(২০১৩)

অমিত হাসান-শাবনূর

সৈনিক(১৯৯৪)

বিদ্রোহি প্রেমিক(১৯৯৬)

স্ত্রী হত্যা (১৯৯৬)

আত্মসাৎ(১৯৯৬)

চিরঋণী(১৯৯৬)

ভূলনা আমায়(১৯৯৯)

শেষ ঠিকানা(১৯৯৭)

পাগলীর প্রেম(১৯৯৮)

বিনি সুতার মালা(২০০০)

রঙীন উজান ভাটি(১৯৯৭)

মান্না-শাবনূর

ভাইয়ের শত্রু ভাই(২০০৪)

দুই বধূ এক স্বামী(২০০৩)

সমাজকে বদলে দাও(২০০২)

ভাইয়া(২০০২)

স্বামী স্ত্রীর যুদ্ধ(২০০২)

জীবন এক সংঘর্ষ(২০০৪)

কঠিন পুরুষ(২০০৪)

এদেশ কার(২০০৬)

জীবন নিয়ে যুদ্ধ(২০০৯)

মোঘল এ আজম(২০১০)

ওমর সানি-শাবনূর

প্রেমের অহংকার(১৯৯৫)

অধিকার চাই(১৯৯৮)

কে অপরাধী(১৯৯৭)

মধুর মিলন(১৯৯৮)

রঙীন নয়নমনি(১৯৯৮)

আমিন খান-শাবনূর

দুনিয়ার বাদশাহ(১৯৯৪)

হৃদয় আমার(১৯৯৫)

শাকিল খান-শাবনূর

আমার অন্তরে তুমি(১৯৯৮)

মানুষ কেন অমানুষ(১৯৯৮)

সবার অজান্তে(২০০০)

দুষ্ট ছেলে মিষ্টি মেয়ে(২০০০)

বলনা ভালবাসি(২০০৫)

সাব্বির-শাবনূর

চাঁদনী রাতে (১৯৯৩)

প্রেম(১৯৯৫)

শামস-শাবনূর

মৌমাছি (১৯৯৬)

মেহেদী হাসান-শাবনূর

শুধু তোমারি(১৯৯৪)

মাসুদ শেখ-শাবনূর

আসামী বধূ(১৯৯৫)

জামিন নাই(২০০০)

কাজী মারুফ-শাবনূর

অন্য মানুষ(২০০৪)

মাহফুজ আহামেদ-শাবনূর

চার সতীনের ঘর(২০০৫)

বাঙলা(২০০৬)

শাহরিয়ার নাজিম জয়-শাবনূর

গ্রাম গঞ্জের পিরিতি(২০০৬)

জীবনের গল্প(২০০৬)

এই যে দুনিয়া(২০০৮)

ইলিয়াস কাঞ্চন-শাবনূর

নিরন্তর(২০০৬)

হেলাল খান-শাবনূর

বাজিগর(১৯৯৬)

জায়েদ খান-শাবনূর

আত্নগোপন(২০১২)

আমান-শাবনূর

পিরিতির আগুন জ্বলে দিগুন(২০০৯)

যেখানে তুমি সেখানে আমি(২০১০)

বাপ্পারাজ-শাবনূর

মা আমার চোখের মনি(২০১১)

এস.ডি.রুবেল-শাবনূর

এভাবেই ভালবাসা হয়(২০১০)

রাশেদ মোর্শেদ-শাবনূর

ভালবাসা সেন্টমার্টিনে(২০১২)

শায়ের খান-শাবনূর

পাগল মানুষ (২০১৮)

শাবনূরের প্রাপ্তি: জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী ‘দুই নয়নের আলো’ (২০০৫)

বাচসাস পুরস্কার

বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী ১৯৯৯ ও ২০০৩

মেরিল-প্রথম আলো পুরস্কার

বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ১৯৯৮, ১৯৯৯, ২০০০, ২০০১, ২০০২, ২০০৪, ২০০৫, ২০০৭, ২০০৮ ও ২০০৯

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –