• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটের ডিসির ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১  

লালমনিরহাটের ডিসির সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি করছে অজ্ঞাত একটি চক্র। সোমবার বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন  ডিসি মো. আবু জাফর।
এর আগে রোববার দুপুরে উপজেলা চেয়ারম্যানদের প্রকল্প দেয়ার প্রলোভন দেয়াসহ কয়েকজন সরকারি কর্মকর্তাদের কাছে বিভিন্ন কৌশলে চাঁদা দাবি করেছে ওই চক্রটি। তবে কেউ চক্রটির এসব ফাঁদে পা দেননি।

বিষয়টি নিয়ে ডিসি আবু জাফর জানান, রোববার সকাল থেকে সরকারি নম্বরে দিয়ে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। অথচ অজ্ঞাত কোনো ব্যক্তি তার সরকারি নম্বর ব্যবহার করে বেশ কয়েকজনকে ফোন করে ডিসি পরিচয় দিয়ে বিকাশে টাকা চাচ্ছিলেন বলে তিনি খবর পান। এতে সন্দেহ হলে খবর নিয়ে জানতে পারেন নম্বরটি ক্লোন করা হয়েছে।

পরে দুপুরেই অফিশিয়াল ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে অনৈতিক প্রস্তাবে সাড়া না দেয়াসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডিসি আবু জাফর।

এছাড়াও ওই নম্বর ব্যবহার করে কেউ কোনো টাকা দাবি করলে সদর থানার ওসির নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন।

এদিকে ক্লোন করা মোবাইল নম্বর উদ্ধারসহ প্রতারক চক্রটিকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে বলে জানিয়েছেন লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –