• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে ২ জন আইসোলেশনে ভর্তি, নমুনা রংপুর মেডিকেলে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস সন্দেহে লালমনিরহাটে দুইজনকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। রোববার ( ৫ এপ্রিল) সদর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আইসোলেশনে তাদের পাঠানো হয় বলে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান। তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন বলেন, ৪০ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও গলাব্যথা নিয়ে রোববার বিকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ভর্তি হন। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

ওই ব্যক্তি পরিবার নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। পাঁচদিন ধরে তিনি জ্বর ও গলা ব্যথায় ভুগছেন। এছাড়া রাতে জ্বর, সর্দি কাশি ও গলাব্যাথা নিয়ে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। তিনি ২০দিন আগে গাইবান্ধার সাদুল্লাপুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, ওই দুই ব্যক্তির পরিবারকে বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –