• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

থাই গভর্নমেন্ট হাউজে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে তার কার্যালয়ে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকালে গভর্নমেন্ট হাউজে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী। এরপর থাই কুহ ফাহ ভবনের সামনের উন্মুক্ত স্থানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়।

শেখ হাসিনা গভর্নমেন্ট হাউজের অতিথি বইয়ে স্বাক্ষর করেন। এর আগে শেখ হাসিনার সঙ্গে থাইল্যান্ডের মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।

পরে দ্বিপক্ষীয় বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন। দুই নেতা একান্তেও বৈঠক করেন।

গভর্নমেন্ট হাউজ ত্যাগের আগে শেখ হাসিনা সেখানে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত ২৪ এপ্রিল ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –