• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে চলছে ব্যতিক্রমী কর্মসুচী

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও বাংলাদেশের কথা ছড়িয়ে দিতে প্রতিদিন ছুটে চলছে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান সোহাগ। তিনি জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে চলো কথা বলি’ নামে একটি কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে নতুন প্রজন্মসহ শিক্ষার্থীদের মাঝে একটি ভাবনা তৈরী হচ্ছে।

গত ১ আগস্ট থেকে প্রতিদিন জেলার ওই দুই উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ নিয়ে কথা বলছেন। বাংলাদেশ ও বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা, তার রাজনৈতিক দর্শন, জীবনী, ৭১’র যুদ্ধ, তার স্বপ্ন ও বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের ধারনা দেয়া হচ্ছে এ কর্মসুচীর মাধ্যমে। এছাড়াও বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও বঙ্গবন্ধুকে নিয়ে তাদের ভাবনা তুলে ধরা হয়।

বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলা সমগ্রী, গাছের চারা উপহার দেয়া হচ্ছে। তার এ কর্মসূচি ওই দুই উপজেলায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। মাহমুদুল হাসান সোহাগ স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের বড় ছেলে ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক।

হাতীবান্ধা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল বলেন, মাহামুদুল হাসান সোহাগের এ কর্মসূচি সত্যি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশে বসবাস করছি কিন্তু নতুন প্রজন্মকে তার সম্পর্কে বলছি না। মাহমুদুল হাসান সোহাগ একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সেই কাজটিই করছেন।

মাহামুদুল হাসান সোহাগ বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন। কিন্তু এ দেশে তার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব থেকেই আমি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে একটি ভাবনা তৈরী করতে কাজ করছি। আমি আমার এ কর্মসূচি গোটা দেশে নিয়ে যাবো।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –