• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে পুলিশের উপর হামলা, গুলিবিদ্ধ মাদকবিক্রেতা গ্রেফতার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯  

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম (৩৪) নামে এক মাদকবিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম। এর আগে ভোরে উপজেলার দুর্গাপুর সীমান্তের রাবার ড্যাম এলাকায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

গুলিবিদ্ধ মাদক বিক্রেতা সাইফুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের রাবার ড্যাম এলাকার নুর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ের ভারতীয় সীমান্তে রাবার ড্যাম এলাকায় অভিযান চালালে মাদক বিক্রেতারা অভিযান টের পেয়ে পুলিশের উপড় হামলা চালায়। এসময় পুলিশ সাইফুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করলে দেশিয় অস্ত্র দিয়ে আবারও পুলিশের উপড় আক্রমণ করে আসামী সাইফুল ইসলামকে ছিনিয়ের নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ চার রাউন্ড রাবার বুলেটের গুলি ছুড়লে সাইফুল ইসলামের দুই পায়ে লেগে আহত হন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। ওই সময় ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ পরিদর্শক (এসআই) সাফল্য, কনস্টবল দুলাল ও রফিক আহত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, গ্রেফতার সাইফুল ইসলামের বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশ। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –