• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন ও গণসমাবেশ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রামে সংবাদকর্মী আরিফুল ইসলাম রিগ্যানকে নিঃশর্ত মুক্তি ও জেলা প্রশাসক সুলতানা পারভীনের অপসারণের দাবিতে লালমনিরহাটে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন ও গণসমাবেশ করেছে।

রোববার (১৫ মার্চ) বেলা ১২টায় লালমনিরহাট শহরের মিশনমোড়ে মানববন্ধন ও গণসমাবেশ পালন করে। কর্মসূচির আয়োজন করেছে লালমনিরহাটের কর্মরত সর্বস্তরের সংবাদকর্মীবৃন্দ।

এ সময় সাংবাদিকরা সড়কের ওপর বসে ক্যামেরা, ল্যাপটপ ও বুম রেখে বিক্ষোভ প্রদর্শন করে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতার সাথে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ জেলা প্রশাসক সুলতানা পারভীনের অপসারণ ও অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম কানু সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর সাংবাদিক আব্দুল রব সুজন, সিনিয়র সাংবাদিক দৈনিক জনকন্ঠ ও বাসস এর প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিন, যুমনা টিভির সাংবাদিক আনিসুর রহমান লাডলা,প্রেসক্লবের সাবেক সাধারন সম্পাদক আহমেদুর রহমান মকুল, হাতীবান্ধা প্রেসক্লবের সভাপতি ইলিয়াস হোসেন পাবন,যুগান্তের মিজানুর রহমান দুলাল, লাখোকন্ঠের সুবজ আলী আপন,ডিবিসি টেলিভিশনের মাজেদ মাসুদ,মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট শাখার সভাপতি খোরশেদ আলম সাগর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সিপন ও বিএমআই সাংবাদিক কল্যান ট্রাষ্ট লালমনিরহাটের সভাপতি মাহফুজ সাজু প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –