• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে একটি ছাগলের ৮ টি ছানা প্রসব!

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি ছাগলের ৮টি ছানা প্রসব করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। এ ছাগলের ছানা গুলোকে দেখতে রোববার সকাল থেকে শত শত মানুষ ভিড় জমাচ্ছে ওই বাড়ীতে।

এর আগে গত শনিবার দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৃষক মোসলেম উদ্দিনের একটি ছাগল একে একে ৮টি ছানা প্রসব করে ।

কৃষক  মোসলেম উদ্দিন বলেন, বর্তমানে ৮টি  ছাগল ছানাই সুস্থ রয়েছে। ছানাগুলোকে দেখতে প্রতিদিন শত শত নারী-পুরুষ তার বাড়িতে ভিড় করছে।

ছাগল ছানা গুলোকে দেখতে আসা আব্দুল জব্বার জানান, তিনি একটি ছাগলের ৪টি পর্যন্ত বাচ্চা প্রসব করতে দেখেছেন।তবে ৮টি বাচ্চা প্রসব এই প্রথম দেখলেন।

এ বিষয়ে  হাতীবান্ধা প্রানীসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন মোতাহারুল ইসলাম বলেন ছাগলটিকে দেখে শুনে রাখতে হবে। এধরণের ছাগলের বেশি বাচ্চা হলে বেশিরভাগ ছাগল মরা যায়। তবে ছাগলটিকে ভিটামিন খাওয়ালে সমস্যা হবে না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –