• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বেরোবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুলাই ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ৩ মাস ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। রবিবার সকাল ১০টায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শেখ হাসিনা চত্বরসহ বিভিন্ন স্থানে ভেষজ, ফলজ ও ঔষধি গাছ লাগান ছাত্রলীগ নেতাকর্মীরা। 

বঙ্গবন্ধু হল ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া বলেন, 'দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচিতে বিভিন্ন ভেষজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হচ্ছে। সকলকেই বৃক্ষরোপনে অংশগ্রহণ এবং পরিচর্যা করার আহব্বান জানাচ্ছি।'

বৃক্ষরোপন নিয়ে শাখা ছাত্রলীগ সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার বলেন, 'আমরা বেরোবি ছাত্রলীগ এই মুজিব বর্ষেই ক্যাম্পাসের শতভাগ সবুজায়ন নিশ্চিত করতে চাই। এজন্য সকলের সহযোগীতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, বেরোবি বঙ্গবন্ধু হল সভাপতি পোমেল বড়ুয়া সহ ছাত্রলীগ কর্মী তানভীর, ঐশী প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –