• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপ স্কোয়াড নিয়ে চিন্তায় বিসিবি

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯  

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড কেমন হবে, তা নিয়ে এখন কৌতূহল সবারই বাড়তে শুরু করেছে। স্কোয়াডে কারা থাকবেন আর কারা বাদ পড়বেন, তা নিয়ে আলোচনায় মুখর এখন ক্রিকেট পাড়া।

গত ২৬ মার্চ মিরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ম্যাচ দেখতে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিন তিনি বিশ্বকাপের স্কোয়াড কেমন হতে পারে- তার একটি স্পষ্ট ধারণা গণমাধ্যমকে জানান। খেলোয়াড়দের নাম উল্লেখ করে বোর্ড সভাপতি যেভাবে স্কোয়াড নিয়ে কথা বলেছিলেন, তাতে অনেকেই স্পষ্ট ধারণা পেয়ে যান ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে কারা যাচ্ছেন। 

এরপর গত শনিবার (৬ এপ্রিল) হোটেল সোনারগাঁওয়ে বিএসপিএ’র স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে টাইগারদের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড প্রসঙ্গে বলতে গিয়ে ১৩ জন ক্রিকেটারের নাম মুখে নিয়ে তাদের থাকা নিশ্চিত বলেই ইঙ্গিত দেন বিসিবি সভাপতি। 

বিশ্বকাপের ১৫ জনের চূড়ান্ত স্কোয়াডে দুই-একটি স্লট ব্যতীত আর কোনো জায়গা নিয়ে নির্বাচক থেকে শুরু করে বোর্ড সভাপতিরও যে সংশয় নেই, তেমনটাই সুস্পষ্ট হয়ে উঠেছিল। তবে চলতি ডিপিএলে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের অফ ফর্ম এখন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে শেষ মুহূর্তে বিসিবির জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ প্রসঙ্গে গত ২৯ মার্চ বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন, ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) ব্যাটসম্যানরা রান পেলেও টেকনিকের দুর্বলতা কাটিয়ে উঠতে পারছেন না জাতীয় দলের বিবেচনায় থাকা ব্যাটসম্যানরা, যা নির্বাচকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বাধ্য হয়ে বলতে বাধ্য হন, এখন দলে যারা পরীক্ষিত আছেন; তারা কেমন করছে সেদিকেই তাকিয়ে আছি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্কোয়াড গঠনের পর টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার (সর্ব বামে) সঙ্গে বৈঠকে বসেছিলেন বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাব্য ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ( বাম থেকে দ্বিতীয়), নির্বাচক হাবিবুল বাশার সুমন (বাম থেকে তৃতীয়) এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু (সর্ব ডানে) 

রোববার (৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডিপিএলের আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অফ রূপগঞ্জের ম্যাচের পর স্কোয়াড গঠনের বিষয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাব্য ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সেই বৈঠকে স্কোয়াড গঠনের বিষয়ে জটিল পরিস্থিতির বিষয়টি উঠে এসেছে।

বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে জানান, বৈঠকে নির্বাচকরা শুনেছেন মাশরাফীর নিজস্ব মতামত, যেখানে উঠে এসেছে ডিপিএলে ক্রিকেটারদের অফ ফর্মের বিষয়টি। 

সুজন বলেন, জাতীয় দলের ক্রিকেটাররা অনেকেই পারফর্ম করছে না। এটা অনেক বড় ব্যাপার। অনেকেই ফর্মে নেই। 

এই যখন অবস্থা তাহলে কাদের নিয়ে গঠন করা হবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড? উত্তরটা সুজন নিজেই দিয়ে বলেন, এখন যারা জাতীয় দলে খেলছে, তাদের নিয়ে আমাদের তেমন দ্বিধা নেই। তারা সবাই ভালো খেলোয়াড়। কন্ডিশন এবং অভিজ্ঞতা বিবেচনা করেই স্কোয়াড গড়া হবে। 

তিনি বলেন, কেমন দল বিশ্বকাপে মাশরাফী দেখতে চায়, সে অধিনায়ক হিসেবে দল নিয়ে কেমন চিন্তা করছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এর চেয়ে বিশেষ কিছু নয়। এই বিশ্বকাপে আমরা অনেক বড় আশা করে আছি। আমি মনে করি, সারাদেশই আশা করে আছে। আমরা এখন  আশা করার মতো সেরকম সামর্থ্যের দলও বটে। 

এদিকে, ডিপিএলে জাতীয় দলের খেলোয়াড়দের পারফর্ম করতে না পারার সঙ্গে স্কোয়াড ঘোষণার ব্যাপারে যুক্ত রয়েছে ইনজুরি সমস্যা।  স্কোয়াডে কারা থাকতে পারেন এ বিষয়ে বিসিবি সভাপতি প্রথমে তাসকিনের নাম মুখে নিলেও পরের বার তিনি তা নেননি। ফিটনেস ইস্যুতে তাসকিনের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার বিষয়টি যে এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে, তা এখন বলাই যায়।

এর মধ্যে আবার দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে মেহেদী হাসান মিরাজের ইনজুরি। লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ডিপিএলের ম্যাচে ফিল্ডিং করার সময় ডানহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে মিরাজ মাঠ ছাড়েন। বিসিবির চিকিৎসকরা এই ইনজুরিকে গুরুতর বলে মত না দিয়ে তাকে একদিনের পর্যবেক্ষণে রেখেছেন। তবে বিসিবির অবস্থা এখন ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়ার মতো অবস্থাতেই রয়েছে স্কোয়াড ঘোষণার আগে। 

বিশ্বকাপের স্কোয়াড ১৫ জনের হলেও ইনজুরির বিষয়টি মাথায় রেখে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে ২০ জনের দল যেতে পারে বলেও জানিয়েছেন সুজন। যাতে করে কেউ ইনজুরিতে পড়লে মূল দলে সুযোগ দেয়া যায়। 

সবমিলিয়ে বলা যায় ক্রিকেটারদের অফ ফর্ম এবং ইনজুরি সমস্যা এখন বিসিবির জন্য বিশ্বকাপের স্কোয়াড তৈরির আগে গলার কাঁটা হয়ে উঠেছে। এমন জটিল পরিস্থিতির ভেতর থেকেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করাই এখন নির্বাচকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –