• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পাটগ্রামে বিক্ষোভ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২০  

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় বাউরা বাজারসহ সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর বাউরা বাজারের লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনিছুর রহমান মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের বাউরা ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কর বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রাজ্জাক, বাউরা ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম দয়াল প্রমূখ।

সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি দাবি করেন। বক্তারা বলেন- বঙ্গবন্ধু হলো এ দেশের জন্মদাতা। তাঁর ভাস্কর্য যারা ভাঙচুর করতে পারে, তাদের বাংলার মাটিতে ঠাঁই নেই। যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিলো, তারাই আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের খেলায় মেতে উঠেছে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –