• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে তিনটি গ্রুপে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু জাফর।

অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) টিএমএ মোমিন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত নেজারত ডেপুটি কালেক্টর টিএম রাহসিন কবির সহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু জাফর বলেন, করোনার কারণে  স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। এক বিশেষ সময়ে মানুষ দিন পার করছে। বাংলাদেশেও সেই ভয়াবহ করোনার সংক্রমণ ছড়ায়। এ কারণে কেন্দ্রীয়ভাবেই জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের পরিসর ছোট করা হয়েছে। এরপরও আমরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কে জানাতে প্রথমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এতে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাই।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –