• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রীর জন্য দেশে এতো উন্নয়ন হচ্ছে: সচিব দীপক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০  

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দিন ধরে ক্ষমতায় আছেন বলে দেশের এতো উন্নয়ন হচ্ছে। দেশ দিন দিন ডিজিটাল বাংলাদেশেে রুপান্তরিত হচ্ছে। সরকার উপজেলা পরিচালন ও উন্নায়ন প্রকল্প(ইউজিডিপি) প্রকল্পের মাধ্যমে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, ভবিষ্যতে আরও হবে। তাই আমাদেরকে সঠিক ভাবে পরিকল্পনা করতে হবে। উপজেলা পরিষদের সক্ষমতা বৃৃদ্ধির লক্ষে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) কাজ করছেন।


রোববার  ৪ অক্টোবর   দুপুর ১ টায় পাটগ্রাম শহিদ আফজাল মিলনায়তন হল রুমে উপজেলা প্রসাশনের আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা অতিরিক্ত জেলা প্রসাশক(সার্বিক) রফিকুল ইসলাম, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অবকাঠামো কনসালটেন্ট রাফায়েল ত্রিপুরা, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম পৌরসভার মেয়র শমসের আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার, পাটগ্রাম উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রেজওয়ান, হাতীবান্ধা উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আখতার আহসান।
এছাড়া এ সময় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –