• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় বাঁধা পড়লেন বৃদ্ধ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করার অপরাধে এক বৃদ্ধকে বৈদ্যুতিক তার দিয়ে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে কাকিনা রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। 

আটক বৃদ্ধ আফছার আলী কালীগঞ্জের তালুক বানীনগর এলাকার আহম্মেদ শেখের ছেলে। হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে যাওয়ার পর জনতার প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দেয়া হয়। পরে ভুল স্বীকার করেন রেলওয়ে পুলিশের কর্মকর্তা মিজানুর রহমান মিজান।

এর আগে লালমনিরহাট রেলওয়ে পুলিশ গোটা জেলায় রেলওয়ের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করে। মঙ্গলবার সকালে বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক ইঞ্জিনিয়ার ডি এন মজুমদারের নেতৃত্বে কাকিনা রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। 

এ সময় রেলওয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন আফছার আলী। এ অপরাধে ওই বৃদ্ধাকে আটক করে উচ্ছেদ অভিযানের গাড়িতে তুলে বৈদ্যুতিক তার দিয়ে হাত ও কোমড়ে বেঁধে রাখা হয়।

উচ্ছেদ অভিযান দলের প্রধান বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক ইঞ্জিনিয়ার ডি এন মজুমদার বলেন, বৈদ্যুতিক তার দিয়ে হাত ও কোমড়ে বেঁধে রাখা হয়েছে বিষয়টি আমার জানা ছিলো না। আমি দেখা মাত্রই আটক বৃদ্ধাকে ছেড়ে দিয়েছি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –