• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নীলফামারীর পুলিশ সুপারসহ নতুন ৮ জন করোনায় আক্রান্ত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম) সহ নতুন করেন ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৩৯ জনে। 

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর করিব। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত নীলফামারী জেলার ৩৮টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(৪৫) রয়েছেন। 

এছাড়া পৌর শহরের শান্তিনগর এলাকার মিলন(৪৫), সিএইচসিপি মাহাবুল ইসলাম(৩২), পূর্ব দুকুরী এলাকার দুইজন যথাক্রমে জগদিস চন্দ্র রায়(৪৫) ও জয়ন্ত মোহন(৬৫)। এছাড়া জলঢাকা উপজেলার মাথাভাঙ্গা এলাকার সামলা আক্তার(২৯) এবং কিশোরগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার দুইজন যথাক্রমে সোহেল রানা(৩২) ও সানজিদা খাতুন(৩০)। 

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে,  বুধবার জেলায় নতুন ০৮ জনসহ মোট এক হাজার ১৩৯ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন এক হাজার ৭৭জন ও মৃত্যু বরণ করেছেন ২০ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –