• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটে আসা যুবকের করোনা শনাক্ত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মে ২০২০  

নারায়ণগঞ্জের শ্যামনগর এলাকায় হোম কোয়ারেন্টিন থেকে লালমনিরহাটে পালিয়ে আসা এক যুবকের করোনা শনাক্ত হয়েছে।  গত শনিবার (২মে) তিনি নারায়ণগঞ্জ থেকে ট্রাক যোগে পালিয়ে জেলার পাটগ্রাম উপজেলার মেছিরপাড় এলাকার নিজ বাড়িতে আশ্রয় নেয়। আক্রান্ত যুবক উপজেলার মেছিরপাড় এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের শ্যামপুরে ঈগলু আইসক্রিম কোম্পানির জুনিয়র অ্যাডমিন অফিসার পদে কর্মরত ছিলেন।

সোমবার (৪মে) রাত ৯টায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার কালী প্রসাদ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার কালী প্রসাদ রায় সরকার জানান, নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে গত শনিবার (২মে) ট্রাকে পাটগ্রামের মেছিরপাড় এলাকার বাড়িতে আসেন ওই যুবক। ওই সময় তাকে অসুস্থ দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। পরে (২মে) নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। গত সোমবার সন্ধ্যা ৭টায় তার পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। রাতেই তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, পাটগ্রাম উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয় ৪৪ জনের। সবগুলো রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৪৩ জনের রিপোর্ট নেগেটিভ হলেও নারায়ণগঞ্জ থেকে আসা ওই যুবকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাকে আইসোলেশনে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। লালমনিরহাট জেলায় এ পর্যন্ত মোট ৪জন করোনা পজেটিভ রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ২জন সুস্থ হয়ে গতকাল রোববার (৩মে) বাড়ি ফিরেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –