• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

তেতুলিয়ায় দুর্বৃত্তের দ্বারা দুই একর চায়ের বাগান ধ্বংস

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

পঞ্চগড়ের তেতুলিয়ায় দুই একর জমিতে প্রায় আট হাজার রোপণ করা চা-চারা ও সুপারির গাছ গভীর রাতে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলা দেবনগড় ইউপির কালিয়া মনি এলাকার মো. আবু সালেক এবং অংশী পরিবারের ওই আট হাজার চা-চারা ও প্রায় তিনশ সুপারির চারা নিধন করা হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, বাগানের চা ও সুপারির চারাগুলো কেটে চারপাশে দেয়া বাঁশের বেড়াসহ নদীতে ফেলে রাখা হয়েছে।  ভুক্তভোগী চা-চারা বাগানের মালিক আবু সালেক জানান, এ ঘটনায় আমার ছয় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন।

এ ব্যাপারে প্রতিবেশী সেলিম ও দুলাল বলেন, বৃহস্পতিবার সকালে আবু ভাইয়ের বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পেয়ে ছুটে যাই। পরে জানতে পারি তাদের বাগান নিধন করেছে দুর্বৃত্তরা।

এলাকার ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি জানালে বৃহস্পতিবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

এ প্রসঙ্গে দেবনগড় ইউপি চেয়ারম্যান মহসিন আলী বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –