• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝুঁকি নিয়ে কাজ করছেন হাকিমপুর হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস মোকাবেলায় সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে নিরাপত্তামূলক সামগ্রীর পিপিই (পোশাকের) বরাদ্দ আসলেও এখনো বিতরণ করা হয়নি। ফলে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন এই স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, আয়া, ওয়ার্ডবয় এবং টেকনিশিয়ানরা। এ অবস্থায় তাদের অনেকেই শঙ্কিত হয়ে পড়েছেন।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায়, ৮-১০ জন নার্স বিভিন্ন রঙের মাস্ক মুখে লাগিয়ে রোগীদের সাথে কথা বলছেন। তাদের শরীরে পিপিই নাই। নার্সের স্বাভাবিক পোশাকেই দায়িত্ব পালন করছেন তারা। ২-৩ জনের হাতে গ্লাভস দেখা গেছে। আয়া, ওয়ার্ডবয় এবং মেডিকেল টেকনিশিয়ানদেরও একই অবস্থা। তারাও পিপিই ছাড়াই কাজ করছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনিশিয়ান ল্যাব প্রধীপ কুমার শীল জানান, আমি মাস্ক ও গ্লাভস পেয়েছি। ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের রোগীদের শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে। পিপিই ছাড়াই কাজ করতে হচ্ছে।জুনিয়র নার্সদের মধ্যে কয়েকজন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কি আমরা পিপিই পাবো? তাহলে আমাদের পিপিই নিয়ে কি লাভ। আক্রান্তের আগেই আমাদের পিপিই দেওয়া হোক। আমাদের একটা গ্লাভস দেওয়া হয়েছে। একটা গ্লাভস তো আর প্রতিদিন ব্যবহার করা যাবে না। সার্জিক্যাল মাস্কও দেওয়া হয়নি। আমরা অনেকেই নিজের টাকা দিয়ে বাজার থেকে মাস্ক কিনে ব্যবহার করছি। নার্সিং সুপারভাইজার নির্মলা কিসপট্টা জানান, আমি নার্সদের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্যারের কাছে গিয়ে বলেছি আমাদের স্বাস্থ্যকর্মীদের পিপিই, মাস্ক, গ্লাভস দেওয়ার জন্য। উনি আমাদের মাস্ক, গ্লাভস দিয়েছেন। পিপিই সল্পতার জন্য তিনি দিতে পারেননি। আমাদের দায়িত্ব রোগীদের সেবা করার। আমাদের মধ্যে আতঙ্ক থাকলেও করোনা ভাইরাসের রোগী সহ যেকোনো রোগীদের সেবা দিতে আমরা নিজেদের সেই ভাবে প্রস্তুত করে নিয়েছি।

এ বিষয়ে জানতে কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: তৌহিদ আল হাসানের সাথে। তিনি জানালেন, সরকারিভাবে ৫০টির মত পিপিই, মাস্ক ও গ্লাভস পেয়েছি। আমাদের কাছে নির্দেশনা আছে কেউ যদি করোনাভাইরাসে শনাক্ত হয়ে থাকেন এবং সেই রোগীর সংস্পর্শে কোনো চিকিৎসক, নার্স বা কেউ চিকিৎসা দিতে যান, তাহলে শুধুমাত্র তারাই পিপিই ব্যবহার করবেন। কিন্তু সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে শুধু সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড গ্লাসভসই যথেষ্ট। জনবলের চেয়ে পরিমাণে কম বরাদ্দ পাওয়া গেছে। তাই এই নির্দেশনা মত কাজ করা হচ্ছে।উপজেলা নিবাহী অফিসার রাফিউল আলম জানান, পরিষদের পক্ষ থেকেও ২০টি পিপিই প্রদান করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –