• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

জুয়েল হত্যা: আলোচিত তিনটি মামলা ডিবিতে হস্তান্তর

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ নভেম্বর ২০২০  

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরীফ অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মোঃ শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার ঘটনায় পাটগ্রাম থানায় রুজু হওয়া পৃথক তিনটি মামলাই তদন্তের জন্য ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত এ তথ্য সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনটি মামলায় এখন পর্যন্ত ১০ জন আসামী গ্রেফতার হয়েছে। আমরা ডিবিকে সহযোগিতা করছি।

এলাকাবাসী জানায়, এ ঘটনায় সরকার ও স্থানীয় প্রশাসনের ভূমিকায় আমরা সন্তুষ্ট। দ্রুত প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত ও কোন আসামি যেন পার না পেয়ে যায়, সে জন্য প্রশাসনকে আরো সজাগ থাকার আহবান জানাচ্ছি।

লালমনিরহাট ডিবির ওসি ওমর ফারুক বলেন, প্রথম ধাপে গ্রেফতার করা ৫ আসামীকে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালত -৩ এ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সোপর্দ করা হয়। এসময় ৫দিন পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়। আগামীকাল মঙ্গলবার এ আবেদনের শুনানি করা হবে। তবে বিজ্ঞ আদালত আসামিদের জামিন না মঞ্জুর করলে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।  

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা মামলা ডিবিতে হস্তান্তর করার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার তদন্ত করছি। কেননা, একজন নিরপরাধ ব্যক্তিও যেন হয়রানির শিকার না হন। এজন্য আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –