• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

জলঢাকায় অবৈধ বালু উত্তোলন: চারজনের জরিমানা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০  

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী এলাকার চারালকাটা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত আড়াই লাখ টাকা জরিমানা করেছে। 

রবিবার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহবুব হাসান অভিযুক্তদের এই জরিমান করেন।
 
চার ব্যক্তির মধ্যে জেলার কিশোরীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের শাহীন আলমকে ১ লাখ টাকা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, নীলফামারী মনোয়ার হোসেন, আব্দুর রহমান ও মহিদুল ইসলাম নামের এই তিনজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –