• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামের তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

কুড়িগ্রামের উলিপুরে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ইটভাটার মালিকদের আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউপির ইটভাটায় এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটায় ইট তৈরি হচ্ছিল। এমন অভিযোগে অভিযান চালিয়ে উপজেলার দুর্গাপুর ইউপির এফডি ব্রিকসকে এক লাখ, ধরনীবাড়ি ইউপির জেএমএইচ ব্রিকসকে পঞ্চাশ হাজার ও ধামশ্রেণি ইউপির এইচএম ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –