• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কাহারোলে বিলুপ্তপ্রায় সাদা রঙের পেঁচা উদ্ধার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

দিনাজপুর কাহারোলে রোববার সন্ধ্যায় বিলুপ্ত প্রায় সাদা রঙের একটি পেঁচা উদ্ধার করেছেন গ্রামবাসী। সোমবার সকালে পেঁচাটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


জেলার কাহারোল উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউপির খরচন্দা গ্রাম থেকে পেঁচাটি উদ্ধার করা হয়। এ সময় পেঁচাটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। পরে উদ্ধার করা পেঁচাটি বিমল চন্দ্র রায় নিজবাড়িতে একটি খাঁচায় রেখে দেন। সোমবার সকালে পেঁচাটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

খরচন্দা গ্রামর বিমল চন্দ্র রায় সন্ধ্যার দিকে তার বাড়ির সামনে একটি তাল গাছ কাটছিল। এ সময়  তীব্র শীতে জবুথবু অবস্থায় ওই তাল গাছ থেকে পেঁচাটি নিচে পড়ে যায়। সাদা প্রজাতির ওই পেঁচাটির নাম রাত পেঁচা । 

দিনাজপুর কাহারোল উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, তীব্র শীত আর খাদ্যের অভাব ও বন-জঙ্গল কেটে ফেলার কারণে পেঁচাটি হয়তো তাল গাছে এসেছে আশ্রয় নিয়েছিল। বিমল চন্দ্র রায় পেঁচাটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। রাত পেঁচা আমাদের দেশে বিলুপ্ত হয়ে যাচ্ছে।  পেঁচাটি অবমুক্ত করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –