• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

করোনায় অহসায়দের পাশে দিনাজপুর ম্যাথ ক্লাব

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের মধ্যে বেশি বিপদে পড়েছে নিম্ম আয়ের মানুষেরা। বিশেষ করে যারা দিন আনে দিন খায় এমন মানুষেরা বর্তমানে কর্মহীন হয়ে পড়েছে। যার ফলে খাদ্য সংকট দেখা দিয়ে কর্মহীন এসব মানুষের ঘরে। শুধু নিম্ম আয়ের মানুষেরাই নয় বরং কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন বাসাবাড়ি কিংবা হোস্টেল ও মেসে রান্নাবান্নার কাজ করা গৃহপরিচারিকাদেরও। তবে কর্মহীন এসব গৃহপরিচারিকাদের পাশে দাড়িয়েছে দিনাজপুরের তরুণ ও উদ্যোমী একদল যুবক।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের রাজবাটী, বাসর্টামিনাল ও সুইহারী এলাকায় দিনাজপুর ম্যাথ ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী’র নেতৃত্বে “ম্যাথ ক্লাবের অন্যান্য সদস্যদের সহযোগিতায় ২০০ গৃহপরিচারিকাকে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পৃহপরিচালিকাদের পাশে দিনাজপুর ম্যাথ ক্লাবের সদস্যরা বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করে তাদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র জোট ১৫ টি পরিবার, বুয়েট কেন্দ্রীয় শিক্ষার্থীরা ২০টি ও থিংক গ্রীণ বাংলাদেশ ৩০টি পরিবারে খাদ্য সহায়তার অনুদান পাঠিয়েছেন।

দিনাজপুর ম্যাথ ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী’র নেতৃত্বে “ম্যাথ ক্লাবের অন্যান্য সদস্যদের সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় বুয়েট শিক্ষার্থী আবু হাসান ওয়ালিদ, সোমলতা দেব শর্মা, আল আমরুবিল মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আল নোমান, কুয়েট শিক্ষার্থী নিশাদ শাহরিয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবণ্য আকতার, রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মিনথিয়া হাসান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহারিয়ার রাইহান, হিল্লোল রায়, রুবাইয়াত পৃথ্বী, লিজা ফারজানা, কুশল পোদ্দার প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –