• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

করোনা ভাইরাসে মানুষকে সাহস দিয়ে ভাইরাল বাংলাদেশের ছোট্ট মেয়ে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

গতকাল বাংলাদেশের একটি ছোট্ট মেয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে- যে ভিডিওতে দেখা যাচ্ছে- মেয়েটি বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি নিয়ে খুবই আশাবাদী। সেখানে সে বলছে- উন্নত বিশ্বে যেখানে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, সেখানে আমাদের দেশে মোট আক্রান্তের সংখ্যা খুবই কম। আর আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলংকায় এখনও পর্যন্ত ১জন মানুষও এই ভাইরাসে মারা যায়নি। এটা খুবই আশার কথা। মূলত মারা যাচ্ছে সেসব দেশে, যাদের দেশে এত ঋতু বৈচিত্র্য নেই- বা শীত প্রধান দেশ। সে দেশের মানুষকে সাহস দিয়েছে ভয় না পাওয়ার জন্য, বলেছে নিয়ম মেনে চললে আমরা অবশ্যই করোনা ভাইরাস থেকে মুক্তি পাব।

গতকাল জনপ্রিয় ব্লগার অমি রহমান পিয়াল তার ফেসবুক টাইমলাইনে ভিডিওটি শেয়ার করেন। তারপরই এটি ভাইরাল হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাচ্চা মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। তবে তার বুদ্ধিদীপ্ত কথা এবং অসাধারণ বাচনভঙ্গির প্রশংসা করেছেন নেটিজেনরা।

মেয়েটির সাথে আমরাও আশায় বুক বাঁধতে চাই, যে আল্লাহপাক আমাদের দেশকে দ্রুত বিপদমুক্ত করবেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –