• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ম্যাথিউস-চান্দিমালের সেঞ্চুরিতে বড় লিডের পথে শ্রীলংকা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মে ২০২২  

ঢাকা টেস্টে স্বাগতিক বাংলাদেশের বড় পরীক্ষা নিচ্ছে শ্রীলংকা। অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্দিমালের জোড়া শতকে ভর করে লিড ক্রমশ বড় করছে দলটি। এতে ম্যাচ কঠিন হয়ে উঠছে টাইগারদের জন্য।

তৃতীয় দিন শেষে ৮৩ রানে পিছিয়ে ছিল শ্রীলংকা। চতুর্থ দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৪ রানের লিড পায় সফরকারী দল। দ্বিতীয় সেশনেও লংকানরা কোনো উইকেট হারায়নি। দলীয় লিড পৌঁছে গেছে ৯৪ রানে।

চান্দিমাল ও ম্যাথিউস নিজেদের মধ্যে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ে এখনও অপরাজিত রয়েছেন। দুজনই পেয়েছেন শতকের দেখা।

১৯৩ রানের পার্টনারশিপ গড়ে ম্যাথিউস ১২৩ ও চান্দিমাল ১২০ রান করে অপরাজিত রয়েছেন। ৩১৮ বল খেলে ম্যাথিউস হাঁকিয়েছেন ৯টি চার ও ২টি ছক্কা। ১০টি চার ও ১টি ছক্কা হাঁকানো চান্দিমাল মোকাবেলা করেছেন ২১২ বল। দুজনের শতকের পর রানের গতিও বাড়িয়েছে শ্রীলংকা।

বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান তিনটি ও এবাদত হোসেন চৌধুরী দুটি উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন, ২য় সেশন শেষে)
টস: বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫/১০ (১১৬.২ ওভার)
মুশফিক ১৭৫*, লিটন ১৪১, তাইজুল ১৫
রাজিথা ৬৪/৫, আসিথা ৯৩/৪

শ্রীলংকা ১ম ইনিংস: ৪৫৯/৫ (১৫৫ ওভার)
ম্যাথিউস ১২৩*, চান্দিমাল ১২০*, করুনারত্নে ৮০, ধনঞ্জয়া ৫৮, ওশাদা ৫৭
সাকিব ৮৩/৩, এবাদত ১১৪/২

শ্রীলংকার লিড ৯৪ রান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –