• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করল কলম্বিয়া

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রবিবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এর আগে শনিবার ভোরে আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে পেরুকে ৩-২ গোলে হারিয়েছে কলম্বিয়ানরা।

কলম্বিয়ার পক্ষে জোড়া গোল করেছেন লুইস দিয়াজ। একটি গোল করেন কুয়াদরাদো। অন্যদিকে পেরুর হয়ে গোল দুটি করেন ইয়ুটুন এবং লাপাদুলা।

ম্যাচের প্রথম গোলটি এসেছিল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। গোলটি করেছিলেন ইয়ুটুন। তবে ৪৯ মিনিটে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান কুয়াদরাদো।

৬৬তম মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। কিন্তু ৮২ মিনিটে লাপাদুলা গোল করে পেরুকে ফেরান সমতায়। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে লুইস দিয়াজ গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –