• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

মুমিনের অন্তর আল্লাহর আরশ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২  

প্রশ্ন : কোনো কোনো পীরকে বলতে শোনা যায়, ‘মুমিনের অন্তর আল্লাহর আরশ।’ তাদের বক্তব্য কি সঠিক?

উত্তর : মুমিনের অন্তর আল্লাহর অবস্থানস্থল—এটি সুফিদের প্রচলিত একটি কথা। এ বিষয়ে হাদিস হিসেবে দুটি বক্তব্য প্রচার করা হয়। তা হলো, এক. ‘আসমান ও জমিন আমাকে সংকুলান করে না; কিন্তু একমাত্র আমার মুমিন বান্দার অন্তর আমাকে সংকুলান করে’, দুই. ‘অন্তর আল্লাহ তাআলার ঘর।’ ইমাম ইবনে তাইমিয়া (রহ.) উভয়টিকে জাল বলেছেন। মোল্লা আলী কারি (রহ.) ও জালালুদ্দিন সুয়ুতি (রহ.) প্রমুখ মুহাদ্দিস ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্যকে সমর্থন করেছেন। একইভাবে ‘মুমিনের অন্তর আল্লাহর আরশ’ বক্তব্যটিকেও আল্লামা সাগানি (রহ.) বানোয়াট বলেছেন। সুতরাং এমন বক্তব্য পরিহার করা উচিত। (কাশফুল খাফা : ২/৯৯-১০০; আল-মাসনু, পৃষ্ঠা ১৬৪)

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –