• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আপিল বিভাগে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের প্রার্থিতা বহাল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৪  

লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানের প্রার্থিতা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আতাউর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন খারিজ করে মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে এদিন আতাউর রহমান প্রধানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার তানজীবুল আলম, ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার। প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

এর আগে গত ১৯ ডিসেম্বর লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

গত ১৭ ডিসেম্বর লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশ বাতিল চেয়ে আবেদন করেন ওই আসনের নৌকার প্রার্থী মোতাহার হোসেন।

নির্বাচন কমিশনের আপিল শুনানির তৃতীয় দিনে নামঞ্জুর হয় আতাউর রহমান প্রধানের প্রার্থিতা। ১ শতাংশ ভোটারের সই নিয়ে জটিলতায় তার আবেদন নামঞ্জুর হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –