• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে ব্রিটিশ-বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত রেমিট্যান্স মেলায় এ আহ্বান জানান তিনি।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বৈধপথে বাংলাদেশে প্রবাসীদের প্রেরিত অর্থ সুরক্ষিত থাকবে এবং এই অর্থ থেকে সরকারি প্রণোদনাসহ সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমের অন্যান্য দেশের তুলনায় বেশি মুনাফা অর্জনের সুযোগ রয়েছে। যারা বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রবর্তনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, রেমিট্যান্স প্রেরণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রেমিট্যান্স প্রেরণের জন্য ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা থেকে ৩ শতাংশ বৃদ্ধির যে প্রস্তাব জানিয়েছে, তা বিবেচনার জন্য সরকারের উচ্চ পর্যায়ে উত্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কল্যাণে ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছেন।

অনুষ্ঠানে রেমিট্যান্স প্রেরণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের জন্য বিশেষ প্রণোদনা ছাড়াও উৎসাহব্যঞ্জক পদক্ষেপ গ্রহণের নানা প্রস্তাব দেন। জবাবে প্রতিমন্ত্রী এসব বিবেচনার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –