• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

কালীগঞ্জে তিস্তায় জেলের জালে উঠে এলো মৃত ডলফিন, ৩০ হাজারে বিক্রি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩  

লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীতে জেলের জালে একটি মৃত ডলফিন ধরা পড়েছে। পরে ডলফিনটি কেটে এর তেল ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, ডলফিনটি উপজেলার ভোটমারী ইউনিয়নের তিস্তার নদীর চর এলাকার শাহাজান মিয়া নামে এক জেলের জালে ধরা পড়ে।

স্থানীয়রা জানান, উজানে প্রবল বর্ষণে তিস্তা নদীর ভাটিতে বন্যা দেখা দেয়। বুধবার রাতে তিস্তা পাড় ও চরাঞ্চল বন্যায় প্লাবিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে পানি কমতে থাকলে জেলেরা মাছ ধরতে শুরু করেন। এ সময় হঠাৎ শাহাজান মিয়ার জালে বিশাল আকৃতির কিছু আটকা পড়লে কয়েকজন মিলে টেনে উপরে আনেন। পরে দেখতে পান এটি একটি ডলফিন। এরপর জেলে শাহাজান মিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয় ডলফিনটি। পরে সেখানে কেটে এর তেল ৩০ হাজার টাকায় বিক্রি করেন জেলে শাহাজান।

এ বিষয়ে ভোটমারী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, খবর নিয়ে জানতে পারি বিভিন্ন লোকের কাছে মৃত ডলফিনটি কেটে বিক্রি করা হয়েছে। ঐ জেলেকে এ ধরনের কোনো আকৃতির মাছ পাওয়া গেলে প্রশাসনকে খবর দিতে বলা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –