• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

১৫ আগস্ট ইতিহাসে নির্মমতার এক কালো অধ্যায়: সমাজকল্যাণমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩  

 
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসে নির্মমতার এক কালো অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ও ঘৃণ্যতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

মঙ্গলবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ঈমাম।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবদান রায় বাবুল, বদিউজ্জামান আহমেদ, মনিরুল ইসলাম কাঞ্চন, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ হোসেন রাঙ্গাসহ উপজেলা আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

পরে মন্ত্রী উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ ও শিশুদের মাঝে চিত্রাঙ্কন পুরস্কার বিতরণ করে করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –