• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

রাতের আঁধারে ক্ষেতের সব পটল গাছ কেটে দিল দুর্বৃত্তরা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩  

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আব্দুল মান্নান নামে এক কৃষকের পটল ক্ষেতের সব গাছে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের উঁচু ২০ শতাংশ জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করে সংসার চলে কৃষক আব্দুল মান্নানের। চলতি মৌসুমে ওই জমিতে পটল চাষ করেন তিনি। পটল গাছে পুরো মাচায় ছড়িয়ে পড়েছে। ধরেছে ফুল ও ফল। পটলের বাজারজাতও শুরু করেছেন মান্নান। প্রতিদিনই পরিচর্যা করেন তার পটল ক্ষেতের।  

শনিবার(৫ আগস্ট) সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান পটলের সব গাছ মরে যাচ্ছে। পরে দেখেন মাচাংয়ের নিচে প্রতিটি পটল গাছের গোড়া কেউ শত্রুতা বশত কেটে দিয়েছে। ২০ শতাংশ জমির প্রায় ৭ থেকে ৮ শত পটল গাছের সবগুলো কেটে দিয়ে দুর্বৃত্তরা।

স্থানীয়দের দাবি, পটল ক্ষেতে ৭/৮ শত গাছ কেটে দিতে ন্যূনতম এক ঘণ্টার বেশি সময় লাগার কথা। কেউ শত্রুতা বশত এই কাজ করতে পারে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় কেউ কেউ দাবি করছেন মাদকসেবীরা এ কাজ করতে পারে। অবশ্য কৃষক মান্নানের তেমন কোনো শত্রু নেই এলাকায়।

কৃষক আব্দুল মান্নান বলেন, সন্তানের মতই পটল ক্ষেতে যত্ন করতাম। ফলনও হয়েছিল বাম্পার। পটল তুলে বাজারে বিক্রিও শুরু করেছি। এমন ফল ধরা ক্ষেতের কে যে এত বড় ক্ষতি করল। পটল গাছ নয়, যেন আমার গলায় ছুরি চালিয়েছে। আমি অপরাধীদের শাস্তি চাই।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –