• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৭ ১৪২৯

  • || ২৭ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে- প্রধানমন্ত্রী শিশুর শারীরিক, মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই- রাষ্ট্রপতি বেরোবিতে সেশনজট নিরসনে স্বস্তি মিলেছে শিক্ষার্থীদের ফাঁকা বাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালালেন চাচা গাইবান্ধায় ভুট্টাক্ষেতে মিলল যুবকের লাশ

জিয়া হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে: সমাজকল্যাণমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মে ২০২২  

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জিয়া মুক্তিযুদ্ধের পর বিনা বিচারে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

গতকাল শনিবার (৩০ এপ্রিল)  আদিতমারী উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় আসা জিয়াউর রহমান ও খালেদার সরকার মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে ক্ষমতায় বসিয়েছিল। সেই চক্র আজও দেশ ও বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা উপ-পরিচালক আব্দুল মতিন, উপকারভোগী অমৃত শীল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, ইউএনও জিআর সারোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মণ্ডল, ওসি মোক্তারুল আলম প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –