• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

হাতীবান্ধায় তিস্তায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে বৈরালি 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২২  

মাঝ চৈত্রে তিস্তা নদীতে পানির প্রবাহ কমা-বাড়ার ফলে জেলেদের জালে ধরা পড়ছে সুস্বাদু বৈরালিসহ বিভিন্ন জাতের মাছ। রুপালি এ মাছের ঝিলিকে হাসছেন তিস্তাপারের জেলেরা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্প এলাকায় শুক্রবার (১ এপ্রিল) এমন চিত্র দেখা গেলো।

সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে দেখা যায়, নদীতে নতুন পানি আসায় মাছ ধরার ধুম পড়েছে। এতে ব্যস্ত সময় পার করছেন জেলে ও গ্রামবাসীরা। দেখে মনে হচ্ছে যেন উৎসব লেগেছে। মাছও পাওয়া যাচ্ছে প্রচুর। মাছ কিনছেন স্থানীয় ব্যবসায়ীসহ তিস্তা ব্যারেজ পয়েন্টে ঘুরতে আসা দর্শনার্থীরা।

জেলেরা জানান, তিস্তায় বৈরালি ছাড়াও ধরা পড়ছে বোয়াল, বাঘাইড়, আইড়, কালবাউশসহ নানা প্রজাতির মাছ। আর এসব মাছ বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। নদীর পাড় থেকে ব্যবসায়ী ও ভোক্তারা সরাসরি এসব মাছ সংগ্রহ করছেন। প্রতি কেজি বৈরালি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। চৈত্রের শুরুতে তিস্তা নদী শুকিয়ে ছিল। এখন উজান থেকে পানি নেমে আসায় প্রচুর মাছ পাওয়া যাচ্ছে।

তিস্তাপাড়ের জেলে কদম আলী জানান, নদীতে একটু পানি বেশি হওয়ায় জালে ভালো মাছ উঠছে। এর আগে চৈত্রের শুরুতে নদীতে পানি না থাকায় জেলেরা অনেক কষ্টের দিন পার করেছেন।

তিস্তা ব্যারেজ ডালিয়া অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে তিস্তা ব্যারেজ পয়েন্টে প্রায় পাঁচ হাজার কিউসেকের মতো পানি প্রবাহ চলছে। ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –