• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটের ঘটনায় আলেম সমাজের সাথে বৈঠকে বসেছে প্রশাসন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০  

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে কোরআন অবমাননার গুজবে সহিদুন্নবী জুয়েলকে (৪২) পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আলেম সমাজের সাথে বৈঠকে বসেছে প্রশাসন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের শহীদ আফজাল হল রুমে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ওই উপজেলার ইমাম মোয়াজ্জেমসহ ৫ শতাধিক আলেম উপস্থিত রয়েছেন।

বৈঠকে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঞা, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাশ ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, ইউএনও কামরুন নাহার, ওসি সুমন কুমার মোহন্ত উপস্থিত আছেন।

উল্লেখ্য, লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগ এনে যাকে পিটিয়ে হত্যার পর পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। সেই সহীদুন্নবী জুয়েল (৫০) বুড়িমারীতে গিয়েছিলেন ওষুধ  কিনতে। নিহত যুবক সহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

স্থানীয়রা জানান, সরকার শুরু থেকেই গুজবের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। বুড়িমারীতে যে ঘটনাটি ঘটেছে সে ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার করতে সরকার এবং প্রশাসন প্রশংসনীয় ভূমিকা পালন করছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –