• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

জলঢাকায় স্পন্দন শিল্পী গোষ্ঠীর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ এপ্রিল ২০১৯  

নীলফামারীর জলঢাকায় স্পন্দন শিল্পী গোষ্ঠীর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার সন্ধ্যায় জলঢাকা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

স্পন্দন শিল্পী গোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও স্পন্দন শিল্পী গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক সুজাউদ্দৌলা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদ্য যোগদানকারী জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উক্ত শিল্পী গোষ্ঠীর পৃষ্ঠপোষক সহীদ হোসেন রুবেল, ওসি তদন্ত মাহমুদ-উন নবী, সাবেক পৌর মেয়র ও উক্ত শিল্পী গোষ্ঠীর পৃষ্ঠপোষক ইলিয়াস হোসেন বাবলু, প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল আলম (মাষ্টার), সহ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লেবু ( সাংবাদিক ), রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃত্যুঞ্জয় রায়, সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু, উপদেষ্টা সোনা মিয়াসহ আরো অনেকে।

পরে সদ্য যোগদানকারী ওসিকে বরণ করে নিয়ে স্পন্দন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অতিথিদের মাঝে সম্মাননা স্বারক উপহার দেওয়া হয়। এর আগে জন্ম দিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন ইউএনও সুজাউদ্দৌলাসহ অতিথি বৃন্দ। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –