• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দিল্লী হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪  

যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে নয়া দিল্লীর বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (২৬ মার্চ) সকালে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।

দিবসটি উপলক্ষ্যে হাইকমিশনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করা হয়।

হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, সার্বিক মুক্তির মধ্য দিয়ে একটি উদার, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য।

মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে শামিল হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।  

অনুষ্ঠানে বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রার উপর নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। এছাড়া সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিন সন্ধ্যায় হাইকমিশন প্রাঙ্গণে এক বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্বাগতিক দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি কূটনীতিকবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –