• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

স্বার্থান্বেষীদের নিত্যপণ্যের দাম বৃদ্ধির চক্রান্ত ব্যর্থ হয়েছে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪  

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পবিত্র রমজান মাসে একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে অসহনীয় ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সরকার ও প্রশাসনের সতর্ক তদারকিতে সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে।

শুক্রবার দুপুরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরের গরীব ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে গেলে হৈ হৈ রব উঠে। কিন্তু এবার রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক অবস্থার চেয়ে ধারাবাহিকভাবে নিম্নমুখী। কিন্তু এ নিয়ে কোনো সন্তুষ্টির চিহ্ন মাত্র নেই। এটাই আমাদের জন্য পরিহাস হলেও সৃষ্টিকর্তার দোয়া ও বরকত আমাদের ওপর বর্ষিত হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী। আরো বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –