• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

নিরপেক্ষ নির্বাচন করতে তৎপর ইসি: আইনমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুন ২০২৩  

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) তৎপর রয়েছে। সংবিধান ও আরপিও সংক্রান্ত মতবিনিময়, প্রচলিত বিভিন্ন আইন ও বাস্তবতার নিরিখেই তারা নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য ইসির নেয়া পদক্ষেপ তুলে ধরেন আইনমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ইসি অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অন্যতম হলো- বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী যেসব সুপারিশ এসেছে তা বাস্তবায়ন। সব রাজনৈতিক দল যাতে নির্বাচনী প্রচারকার্য নির্বিঘ্নে করতে পারে সে বিষয়ে সরকারের কাছে প্রস্তাব রাখা। হয়রানিমূলক মামলা না করা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী-সমর্থক দ্বারা প্রার্থী-সমর্থক, তাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে আক্রমণ না করা এবং এমন হলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা, বৈধ অস্ত্র জমা নেয়া।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –