• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিয়ে যা বললেন নৌপ্রতিমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জুন ২০২২  

পদ্মাসেতুতে স্পিডগান, সিসিটিভি স্থাপনের পর বাইক চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সব দফতা-সংস্থার ২০২২-২৩ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই ও ২০২১-২২ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মাসেতুতে অনির্দিষ্টকালের জন্য বাইক চালাচল বন্ধ নয়। এটা সাময়িক বন্ধ রাখা হয়েছে। সেতুতে স্পিডগান, সিসিটিভি স্থাপনের পর বাইক চালানোর বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে।

যাত্রী কম থাকায় লঞ্চ মালিকদের হতাশা প্রসঙ্গে তিনি বলেন, হতাশ হবেন না। ১০ হাজার কিলোমিটার নৌপথ কেন তৈরি করছি? এটার চাহিদা আছে বলেই করছি। সেজন্য আমাদের শত শত কোটি টাকা ব্যয় করতে হয়েছে। আমরা তো অপরিকল্পিত দেশ পরিচালনা করছি না। অপ্রয়োজনীয় কিছু প্রধানমন্ত্রী করছেন না। এ জন্য লঞ্চ মালিকদের হতাশ হওয়ার কিছু নেই।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –