আরও ১৫ পাটকল বেসরকারি খাতে যাচ্ছে: পাটমন্ত্রী

আরও ১৫টি পাটকল বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেসরকারি খাতে বরাদ্দ দেওয়া কেএফডি জুট মিল পরিদর্শনের পর মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, টেন্ডার করেছি। বুধবার জমা দেয়ার শেষদিন। ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৩টি প্রস্তাবনা পাওয়া গেছে। দ্রুততম সময়ের মধ্যে প্রস্তাবনা যাচাইবাছাই করে আমরা এই ১৫টি মিলও প্রাইভেটে দিয়ে দেবো।
তিনি বলেন, প্রাইভেটে সেগুলো ভালো চলবে। এখানে আমাদের কোনো দায় থাকবে না। সরকার ব্যবসা করে না। সরকার ব্যবসা রক্ষা করে, পলিসি নির্ধারণ করে।
গোলাম দস্তগীর গাজী বলেন, কৃষক যখন একেকটি পাটগাছ রোপণ করে, সেগুলো শুধু একেকটি পাটগাছ নয়, সেগুলো একেকটি ডলার। পাট এখন আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভ্যালু অ্যাডেড পণ্য। যত পাটপণ্য রপ্তানি হবে, তত মার্কিন ডলার দেশে আসবে।
সাংবাদিকদের পাটমন্ত্রী বলেন, সারা পৃথিবী এখন পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন দেশে। আমাদের দেশেও প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। চুরিচামারি করে ব্যবহার করছে, কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এখন আমরা পাটের তন্তু দিয়ে ব্যাগ, কার্পেট বানাচ্ছি। পাটের পণ্য রপ্তানি করছি। করোনার সময় ২ বছর আমাদের গ্রোথ ছিল ২০ শতাংশ অর্থাৎ তখনো আমরা ২০ শতাংশ পাটপণ্য রপ্তানি করেছি। তখন কিন্তু গার্মেন্টস একেবারে বন্ধ ছিল। এখন পুরোদমে কারখানাগুলোতে কার্যক্রম চলছে। সুতরাং পাটের সুদিন ফিরছে।
পরে কারখানা প্রাঙ্গণে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, পাট থেকে সুতা তৈরি হচ্ছে। সেটা আমরা রপ্তানি করছি। পাটখড়ি থেকে চারকোল উৎপাদন করে সেটা চীনে রপ্তানি করছি। পাটের তন্তু এবং পাটখড়ি দুটোই আমরা রপ্তানি করছি। এভাবে পাটখাত এগিয়ে যাবে। পাকিস্তান আমলে পাট ছিল প্রধান আয়ের উৎস। স্বাধীনতার ৫০ বছর পর পাটখাতে আবারও একটা জাগরণ তৈরি হয়েছে।
বেসরকারি খাতে ইজারা দেওয়ার পর কেএফডি জুটমিলে কর্মচাঞ্চল্য দেখেছেন মন্তব্য করে মন্ত্রী বলেন, শ্রমিকদের জিজ্ঞেস করেছি কেমন আছেন। উনারা বললেন খুব ভালো আছি। শ্রমিকরা মালিকবান্ধব হলে এবং মালিকরা শ্রমিকবান্ধব হলে সেই কারখানাগুলো খুব ভালো চলে। শ্রমিককে ভালোবাসতে হবে। শ্রমিক মনের সুখে কাজ না করলে তারা কাজে অবহেলা করবে। তখন মেশিন নষ্ট হয়ে যাবে। মেশিন মায়ের সমান, মেশিনকে আদর করতে হবে। একটি বেয়ারিং ভাঙলে দ্রুত না বদলালে পুরো মেশিন নষ্ট হয়ে যেতে পারে। প্রতিযোগিতায় টিকতে হলে নিরবচ্ছিন্ন উৎপাদন করতে হবে।
বন্ধ ঘোষিত পাটকলের শ্রমিকদের পাওনা প্রসঙ্গে তিনি বলেন, বেশিরভাগ শ্রমিকের পাওনা পরিশোধ করেছি। আইডি কার্ড, মামলাজনিত সমস্যার কারণে কিছু শ্রমিক টাকা পাননি। মামলা নিরসন হলে টাকা পেয়ে যাবেন। টাকা মিলে দিয়ে রেখেছি। বদলি শ্রমিকদের হিসাব, পাট বিক্রির টাকা সব মিলে পাঠিয়ে দেব। সরকার চায় শ্রমিকদের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে।
সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, বিজেএমসির অধীনে থাকা ২৫টি পাটকলের মধ্যে ১৭টি ইজারা দেওয়ার কার্যক্রম আমরা শুরু করেছিলাম। ইতোমধ্যে চট্টগ্রামে একটি এবং নরসিংদীতে একটি আমরা বেসরকারি খাতে ইজারা দিয়েছি। প্রাইভেটে দেওয়ার পর পাটকলগুলো ভালোই চলছে। সরকারিভাবে কারখানা চালাতে গেলে আমাদের অনেক সমস্যা হয়।
তিনি বলেন, ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো পণ্যের দাম বেড়ে গেছে বা কমে গেছে, সেটার সঙ্গে সমন্বয় করার জন্য আমার দ্রুত সিদ্ধান্ত দিতে হচ্ছে। কিন্তু সরকারি সিদ্ধান্ত আসতে সময় লাগছে ১ মাস। তখন বিশ্ববাজারের পরিস্থিতি আরেকরকম হয়ে গেছে। এভাবে কারখানা চালানো যায় না। প্রাইভেটে তো সেই সমস্যা নেই, সেজন্য তারা ভালোভাবেই চালাতে পারে।
কর্ণফুলী জুট মিল, ফোরাত কার্পেট কারখানাসহ ৩টি কারখানা নিয়ে কেএফডি জুটমিল ২০ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে বেসরকারি ইউনিটেক্স গ্রুপকে। কারখানার নতুন নামকরণ করা হয়েছে 'ইউনিটেক্স জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড'। চলতি বছরের ১ ফেব্রুয়ারি ইউনিটেক্সকে কারখানাটি হস্তান্তর করা হয়। সংস্কার শেষে ২৬ ফেব্রুয়ারি থেকে উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউনিটেক্স গ্রুপের কর্মকর্তা সাকিব আহমেদ সিদ্দিকী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –- কী পরিমাণ টাকা বা সম্পদ থাকলে কোরবানি আবশ্যক?
- ‘রিকশা গার্ল’ তানজিন তিশা
- পুলিশের এসআই নিয়োগ পরীক্ষায় সুপারিশ পাচ্ছেন ৮৭৫ জন
- ঈদ কবে, জানা যাবে বৃহস্পতিবার
- পদ্মাসেতুতে গাড়ি চলাচলে নতুন নির্দেশনা
- `পর্যটনের উন্নয়নে ওআইসির দেশগুলোর আরো বেশি কাজের সুযোগ রয়েছে`
- সামাজিক নিরাপত্তা খাতে বিপ্লব সূচিত হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী
- `শিক্ষার ডিজিটাল রূপান্তরের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে`
- সরকারি আয় বৃদ্ধিতে রাজস্ব আদায়ে অগ্রাধিকার দিতে হবে: স্পিকার
- হাবিপ্রবিতে হাজী মোহাম্মদ দানেশের মৃত্যুবার্ষিকী পালিত
- বঙ্গবন্ধু দৌহিত্রী সায়মা ওয়াজেদের মমত্ববোধ
- করোনা রোধে শপিংমল-রেস্তোরাঁয় মাস্ক পরা বাধ্যতামূলকসহ ৬ নির্দেশনা
- বোদায় কৃষি মেলার উদ্বোধন
- বোচাগঞ্জে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- সৈয়দপুরে প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা
- সাদুল্লাপুরে অদ্ভুত আকৃতির নবজাতকের জন্ম
- পঞ্চগড়ের বোদা পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত
- জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
- করোনা শনাক্ত ২০৮৭, মৃত্যু ৩
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- সাইড দিতে দেরি হওয়ায় কাভার্ডভ্যান চালককে হত্যা, কারাগারে ২
- বিগবসের দাম ৩৫ লাখ টাকা, সঙ্গে মোটরসাইকেল ফ্রি
- আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের শর্তসাপেক্ষে ঋণ পরিশোধে ছাড়
- একনেকে ২ হাজার ২১৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে সেতু ও ফ্লাইওভার নির্মাণের নির্দেশ
- পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিয়ে যা বললেন নৌপ্রতিমন্ত্রী
- বাংলাদেশে চরমপন্থী প্রচার ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেসবুকের
- পদ্মা সেতু দিয়ে ট্রেনে ঢাকা-যশোর পৌনে ২ ঘণ্টা
- দক্ষিণাঞ্চলে বইছে নব জাগরণের ঢেউ
- কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা তৈরিতে ইউএনওদের নির্দেশ
- পদ্মা সেতুর জন্য বাংলাদেশকে অভিনন্দন সৌদির
- ‘জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাজার মিলিয়ন ডলারের বাজেট সাপোর্ট’
- স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামী
- পদ্মা সেতু নিয়ে বাংলাদেশিদের গর্ব করা উচিত: অস্ট্রেলীয় হাইকমিশনার
- বন্যায় কুড়িগ্রামের ৩২৪ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বিএম ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে: সেনাবাহিনী
- ধান-চালের মজুদ ঠেকাতে ও বাজার তদারকি করতে মাঠে ৮টি টিম
- ‘সিলেটে বন্যার্ত কোনো মানুষ স্বাস্থ্যসেবার অভাবে মারা যায়নি’
- কলম্বিয়ার প্রেসিডেন্ট হলেন বিদ্রোহী যোদ্ধা পেত্রো
- স্ত্রীর লাশ মাটিতে পুঁতে রেখে থানায় যান মানিক
- দিনাজপুরে শেখ কামাল আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন
- শিগগিরই চালের বাজার স্বাভাবিক হবে: কৃষিমন্ত্রী
- মেয়েদের হরমোনজনিত সমস্যার ৫ কারণ
- দিনাজপুরের গমের দাম কমেছে কেজিতে ৫ টাকা
- লাফিয়ে বাড়ছে করোনা, শনাক্তের হার ৩.৫৬
- দেশের অগ্রগতিতে পাকিস্তানি দোসরদের গাত্রদাহ হচ্ছে
- স্নাতক ছাড়া কেউ সাংবাদিকতায় প্রবেশের সুযোগ পাবে না
- বিচার বিভাগ শক্তিশালী থাকলে গণতন্ত্র জোরদার হয়: প্রধান বিচারপতি
- হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন আজ
- চলতি বছরেই চালু হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে