• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১  

ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের কাছে মানবিক সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ সহায়তা চান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ তুলে ধরেন ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে সেখানে থাকা রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তা চান। এসময় রোহিঙ্গা সংকটও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেয়া ভূমিকার প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সদা প্রস্তুত বলে জানান অ্যান্তনিও গুতেরেসে।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তিনদিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –