• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

র‌্যাবের কল্যাণে ঘরে ফিরল সৈয়দপুর থেকে অপহৃত কিশোর, গ্রেফতার ৩

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২  

র‌্যাবের কল্যাণে ঘরে ফিরল সৈয়দপুর থেকে অপহৃত কিশোর, গ্রেফতার ৩        
নীলফামারীর সৈয়দপুর থেকে এক অপহৃত কিশোরকে উদ্ধার ও অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। অপহৃত কিশোর তমাল (১৫) দিনাজপুরের খানসামা উপজেলার দুবলিয়া গ্রামের অঞ্জন রায়ের ছেলে।

গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল সৈয়দপুর বাইপাশ সড়কের ফাইজান এ মদিনা মাদরাসার সামনে থেকে তাকে উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা শহরের বাস টার্মিনাল নিয়ামতপুর বকসাপাড়ার রবিউল বাস কন্ডাক্টরের ছেলে ফিরোজ (১৯), একই এলাকার জুম্মাপাড়ার ট্রাক হেলপার ওহাদ আলীর ছেলে জীবন (২২) এবং ভিত্তিপাড়ার মৃত মনসুর আলীর ছেলে সোহেল (১৮)।

থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে সৈয়দপুরের ক্যান্টনমেন্ট এলাকা থেকে তমালকে অপহরণ করে। পরে অপহরণকারীরা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে তার স্বজনরা দুপুরে সৈয়দপুর থানায় একটি জিডি করে। পরে র‌্যাব-১৩ একটি অভিযানিক দল তিন অপহরণকারীসহ তমালকে উদ্ধার করে। র‌্যাব তমালকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে বৃহস্পতিবার সকালে অপহরণকারী তিনজনকে সৈয়দপুর থানায় হস্তান্তর করে। 

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা হয়েছে এবং আসামিদের নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –