• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

উলিপুরে ডায়রিয়ায় এক শিশুর মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২  

কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোরসালিন নামে ৮মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উলিপুর স্বাস্থ্যকমপ্লেক্সে আনার পর তার মৃত্যু হয়। নিহত শিশুটি পার্শ্ববর্তী চিলমারী উপজেলার পাটোয়ারী গ্রামের রতন মিয়ার ছেলে।

উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মাহবুবা বেগম জানান, শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে শীতজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন হাসপাতালে ৭ থেকে ৮জন শিশু ভর্তি হচ্ছে। গত এক সপ্তাহে প্রায় অর্ধ শতাধিক শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার মুমুর্ষ অবস্থায় শিশু মোরসালিনকে আনা হয়েছিল। অসচেতনতার কারণে শিশুটির অবস্থা ছিল খুবই নাজুক। হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যে শিশুটি মারা যায়।
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –